প্রতিষ্ঠানের ইতিহাস

  • প্রতিষ্ঠানের নাম :
    নাসরিন মাধ্যমিক বিদ্যালয়
  • প্রতিষ্ঠার সন :
    1992
  • EIIN নং :
    101135
  • মোবাইল নম্বর :
    01309101135
  • ইমেইল :
    nasrinschool@gmail.com
  • ওয়েবসাইট :
    https://nasrinschool.edu.bd/
  • ঠিকানা :
    Bapta, Bhola Sadar, Bhola - 8300.

তাবুকের যুদ্ধ ছিলো রোমানদের বিরুদ্ধে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এর প্রথম সংঘর্ষ। এরও আগে মু’তার যুদ্ধে একবার মুসলিমদেরকে রোমানদের মুখোমুখি হতে হয়েছিলো। কিন্তু এবার রাসূলুল্লাহ (সা) নিজেই অগ্রসর হয়ে আক্রমণের পরিকল্পনা করলেন। এটা অন্যান্য যুদ্ধের চেয়ে একটু আলাদা ছিলো তাই এর জন্য বিশেষ প্রস্তুতিরও দরকার হলো। এই যুদ্ধে রাসূলুল্লাহ (সা) আবু বকর রাদিয়াল্লাহু আনহু এর হাতে যুদ্ধের পতাকা তুলে দেন। এই যুদ্ধের সফর ছিলো খুবই লম্বা ও কষ্টকর। পানির এতই অভাব ছিলো যে তাঁরা উট জবাই করে এর পাকস্থলিতে থাকা পানি পান করেছিলেন। তৃষ্ণা মেটানো ও খাবার হজম করার জন্য এ ছাড়া আর উপায় ছিলো না। কিছু পানি নিজেরা পান করলেন আর বাকিটা শরীরে ঢেলে শরীর ঠাণ্ডা করলেন। আবু বকর সিদ্দিক (রা) রাসূলুল্লাহর (সা) কাছে গিয়ে বললেন, ইয়া রাসূলুল্লাহ (সা)! আপনার দুয়া কবুল হয়। আপনি আমাদের জন্য দুয়া করুন। রাসূলুল্লাহ (সা) বললেন, তুমি কি এমনটাই চাও? আবু বকর (রা) বললেন, হ্যাঁ। রাসূলুল্লাহ (সা) হাত তুলে ততক্ষণ পর্যন্ত দুয়া করতে লাগলেন যতক্ষণ না আকাশে মেঘ জমে তাঁদের মাথার উপ চলে এলো। তাবুক যুদ্ধের জন্য অর্থ সংগ্রহ করার ঘটনাটাও খুব মর্মস্পর্শী। এই অর্থ সংগ্রহের সময় রাসুল (সা) উসমান (রা) এর প্রশংসা করেন যা আমরা আগে আলোচনা করেছি। উমার (রা) এর কিছু টাকাপয়সা ছিলো। তিনি ভাবলেন, আমার যদি কখনো আবু বকরের চেয়ে সেরা হওয়ার সুযোগ থাকে, তাহলে আজই সেই দিন। তিনি তাঁর সম্পদের অর্ধেক এনে রাসূলুল্লাহর (সা) কাছে জমা দিলেন। রাসূল (সা) জিজ্ঞেস করলেন, হে উমার! তুমি তোমার পরিবারের জন্য কী রেখে এসেছো? উমার (রা) বললেন, আমি আমার সম্পদের অর্ধেক রেখে এসেছি। তারপর আবু বকর (রা) এসে কিছু সম্পদ জমা দিলেন। রাসূল (সা) বললেন, হে আবু বকর! তুমি তোমার পরিবারের জন্য কী রেখে এসেছো? আবু বকর (রা) বললেন, আমি আমার আল্লাহ ও আল্লাহর রাসুলকে (সা) রেখে এসেছি। উমার (রা) তাবুক যুদ্ধ শেষ হওয়া পর্যন্ত আবু বকরের (রা) সমানে সমান হওয়ার চেষ্টা চালিয়ে গেলেন। পরে বললেন, আমি আর কখনোই আপনার চেয়ে এগিয়ে যাওয়ার চেষ্টা করবো না। আমি হাল ছেড়ে দিলাম।